অমিত কাশ্যপ-এর কবিতা


বিবাহবার্ষিকী 


অমিত কাশ্যপ


একটু একটু করে বৃষ্টি এল, আর তুমি
জটলা থেকে সরে দাঁড়ালে আড়ালে
ব্যাস্ত চারু মার্কেটে এখন তুমুল ভিড়
শাড়ি, ব্লাউজ, কসমেটিক্স, সবজি, পাশে বিকেলে


বিকেল এখন মেঘরঙা, দু'চোখ যেদিকে যায়
বলা যাচ্ছে না, নটে গাছটির চেহারাও নেই
গল্প এখান থেকেই শুরু হোক, তুমি বাস ধরবে
সওদার জিনিস আমার হাতে


আজ জ্যোৎস্না নেই, ফুল নিয়ে ফিরতে মনে হল
স্মৃতিকথা দৌঁড়ে আসছে, আমি চোখের ওপর
বসিয়ে বললাম, দেখতে পারছি
ধুস, অন্ধকারে কান পাতি বিশ্বাসের সুবাস।
অমিত কাশ্যপ-এর কবিতা অমিত কাশ্যপ-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.