কৃষ্ণা সাহা-এর কবিতা


কনভয়


কৃষ্ণা সাহা


মৃত্যু যন্ত্রণায় ছট্ফট্ করে অভুক্ত জনগণ
শিড়দাঁড়া বেয়ে নামে একদল সরীসৃপ।
শরতের আকাশে চোখ রাখলে দেখি
কতগুলো অসম্পূর্ণ মুখ।
মুখোশ খুঁজি জনতার ভিড়ে
দলা পাকিয়ে ওঠে একরাশ হতাশায়।
মৃত সৈনিকের কফিন বন্দী দেহের
কনভয় এসে থামে গন্তব্যের চৌকাঠে।
বুকফাঁটা ক্রন্দনরোল মিলিয়ে যায় বাতাসের
হু হু শব্দের সাথে।

কৃষ্ণা সাহা-এর কবিতা কৃষ্ণা সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ৩০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.