অমর চক্রবর্তী-এর কবিতা

 অপ্রেম ২


অমর চক্রবর্তী 



সবাই কেমিস্ট্রি খোঁজে 

হনুমান চালিশা পড়তে গিয়ে দেখি লেখা

রাম রসায়ন তুমহারি পাসা

সদা রহো রঘুপতিকে দাসা

অভিনয়ে কেমিস্ট্রি ক্রিকেটে কেমিস্ট্রি সব 

ঠিকঠাক শুধু আমার তিনি হাতে ধরে টেস্টটিউব 

বুনসেন বার্ণার Co2 O2 কলমে খাতায়

সব আলাপ পদাবলী উদাসীন জলে ভেসে যায়! 


যে ধনি প্রণয়বন্ধনে রহিবে আমার সাথে 

তিনি মাতিয়া থাকিলেন ঢালাঢালি কাটাকাটিতে

যতেকবার করিতাম দৃষ্টিদান

ততেকবার তার হাতে নির্যাতিত ব্যাঙের প্রাণ

সেই থেকে ছাড়িলাম বিনোদিনী প্রাণ

রক্ষা করিলাম প্রেমের অপমান।

অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারী ১৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.