পিনাকী বসু-এর কবিতা

আঁকা শেখা 


পিনাকী বসু



সোহাগের ছবি এঁকেছ কখনও? 

ধরা যাক, 

ধোঁয়া আঁকা কাপে দুটো ঠোঁট,

ঘড়ির কাঁটার মত, 

জায়গা পাল্টাতে পাল্টাতে, 

কাকভেজা। 

খালি গা পোর্সিলিন, তখনও আগুন। 

ধানফুলের গায়ে রোদসুখ 

আর কবিতার দেহগন্ধ। 

পুরুষ পাপ, চোখ, গাল, অনামিকা ছুঁয়ে, 

শঙ্খলাগা শরীরে, 

এঁকে দিচ্ছে রতির আদরদাগ। 

দাবানলে পুড়ে যাচ্ছে সব গাছ। 

একটু পরেই, অলকানন্দা, 

মিশে যাবে সাগরে। 

কিম্বা সবুজ ডানার পাখি, 

গাছজন্ম নেবে৷ 

দোয়েলের শিস্ হাততালি দেবে খুশিতে। 


এসো আজই এঁকে ফেলা যাক-

কাল যদি নাই থাকি।।

পিনাকী বসু-এর কবিতা পিনাকী বসু-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.