অজিত বাইরী-এর কবিতা

শাশ্বত


অজিত বাইরী


গনগনে আগুনের দিকে তাকিয়ে 

ভাবছিলাম, তোমার কথাই।

আগুন সত্য, তুমি তার থেকে কম সত্য নও।

হৃদয়ের চেয়ে বড় মহাদেশের কথা 

জানা নেই আমার।

শুনিনি, জীবনের চেয়ে দীর্ঘ স্বপ্নের কথা।

দাঁড়িয়ে রয়েছি না-ফুরনো পথের উপর

আর ভাবছি, আমার এই দুটি চোখে

আকাশ-ভরা বিন্দু বিন্দু আলোর মতোই

তুমি শাশ্বত।

অজিত বাইরী-এর কবিতা অজিত বাইরী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারী ২০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.