অজিত কুমার দত্ত-এর কবিতা

নকল হৃদয়


অজিত কুমার দত্ত


হাত থেকে পড়ে যাওয়া কাঁচের গ্লাসের মত

বারবার ভেঙেছে হৃদয়,

আলোক-নৃত্যরত জলের ফোয়ারার মত তখন

হয়েছে রক্তক্ষরণ অনবরত ধারায়!

তাই বুঝি শেষে হৃদয় হয়েছে বিকল,

কাজল দীঘির জলের মত যে মায়াবী চোখ,

আজো করে বারবার হৃদয়ের বস্ত্রহরণ,

সেতো জানে এ আর সে হৃদয় নেই, এ হৃদয়,

শুধুই খাঁটি-নকল!

 

মনের তো বৈচিত্রতা আছে, আছে ভাঙ্গা-গড়া

ঠিক বহতা নদীর মতন!

আকাশে উড়ে কত পাখী, হাতছানি দেয় অসীম আকাশ!

শিশির ভেজা চাঁদের মত যখন হাঁফিয়ে উঠে আশাহত ব্যথিত মন,

তখন শুধু মনে হয়, কোথা গেলে পাই স্বস্তির নিঃশ্বাস!

অজিত কুমার দত্ত-এর কবিতা অজিত কুমার দত্ত-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারী ১৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.