শৈলেন্দ্র হালদার-এর কবিতা

শব্দ আমার


শৈলেন্দ্র হালদার 


১.
শব্দভিন্ন ঈশ্বর খুঁজিনি
শব্দভিন্ন তোমার হৃদয়,
শব্দভিন্ন মানবতা নেই
শব্দভিন্ন নেই কোনও জয়।

২.
স্বপ্নের নিকট আছি
নৈকট্য কী করে বোঝাবো?
আয় তোঁকে ধরে বাঁচি
সর্বস্ব আগুন গিলে খাবে।
শৈলেন্দ্র হালদার-এর কবিতা শৈলেন্দ্র হালদার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.