সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

দৃশ্যকাব্য - ৪


সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়



পক্ষী বিষারদেরা পক্ষী চেনে

দেখি আমি চির নির্বিবাদী,

তীরন্দাজের লক্ষ্য পক্ষীর বুক

আমি একলব্য হয়ে কাঁদি!


ক্রন্দনের কাল ক্রমান্বয়ে শেষ

বিলাপ ও কীর্তন একাকার,

তোমার আরাধ্য ভাসিয়া যায়

আমার আচমন পায় স্বাকার।


পক্ষী পাখায় দিগন্তের ঠিকানা

তাই তার উড়ানেই সুখ

আমাদের ঠিকানায় তীব্র বিনাশ

মহামারি ঘরোয়া অসুখ!!

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.