অধীর কৃষ্ণ মণ্ডল-এর কবিতা

শিশির ধোয়া হাত


অধীর কৃষ্ণ মণ্ডল



আজ শিশিরে ধুয়ে এসেছো  সবুজ বসন্ত

চোখে সাজিয়েছো স্বচ্ছ মণির সম্মোহন

তোমার সিঁথিতে এঁকেছো পূর্ববর্ণ আকাশ

পৃথিবীকে উপহার দিয়েছো শিশির শৈশব

রাতের মাহাত্ম্য সাজিয়েছো প্রভাতের নৈবেদ্যে

বেলফুল এসেছে সুগন্ধি মালা হাতে

তুলসী এসেছে আজ পরমার্থ নিবেদনে

বাতাস সেজেছে তার মৃদু প্রেরণায়

শিশু ঢেউ এসে লেগেছে সমুদ্রের পাড়ে

অরণ্য হাস্যমুখে পান করে আলোর ব্যঞ্জন

তুমি এসেছো বলেই তো এত আয়োজন

না আসলে আঁধারের মশকরা সহ্য হত না।

অধীর কৃষ্ণ মণ্ডল-এর কবিতা অধীর কৃষ্ণ মণ্ডল-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.