বাপ্পাদিত্য রায়বিশ্বাস-এর কবিতা

অজ্ঞাতপরিচয় 


বাপ্পাদিত্য রায়বিশ্বাস 



খুব মেঘলা দিন ছাড়া ওর রূপ খুলতো না 

মনখারাপের ব্যালকনিতে দাঁড়ালেই 

কোত্থেকে হাওয়া তুলে 

        নাগালে এনে দিত বেশ কটা ফুল 

ডালগুলো মেলে দেওয়ার দিনই রটে গেছে 

        তুমি কাঠচাঁপা গাছওলা বাড়িটার মেয়ে 

তোমার যাওয়া আসার রাস্তা 

ঝরে পড়া পাতায় ঢাকতে দেখে 

পেয়াদা কাঠুরে এনে জানতে চাইল গাছটার নাম 

সেদিন তার দেখানোর মত একটাও  ফুল ছিল না

ওর চাঁপা নামটুকু তো তুমি জানতে 

জমির ওধারে বলে চিনতে পারলে না ?

বাপ্পাদিত্য রায়বিশ্বাস-এর কবিতা বাপ্পাদিত্য রায়বিশ্বাস-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.