সুধাংশুরঞ্জন সাহা-এর কবিতা

মধ্যবিত্ত


সুধাংশুরঞ্জন সাহা



এখন উঁচু গলায় মিথ্যা প্রতিষ্ঠার দিন।

এখন মারাত্মক অপরাধও

গোপন আঁতাতে বেকসুর 

আইনসম্মত হয়ে যায়।

বিচারকের গোপন ইশারায় 

লুকিয়ে থাকে ষড়যন্ত্রের বীজ।

সশ্রম কারাদণ্ডের মতো

মধ্যবিত্তের সীমাবদ্ধ যাপন নিয়ে

আমাদের বেঁচে থাকা শুধু।

সুধাংশুরঞ্জন সাহা-এর কবিতা সুধাংশুরঞ্জন সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১৬, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.