অমর চক্রবর্তী-এর কবিতা

গৃহপ্রবেশ


অমর চক্রবর্তী



জ্ঞান নিভু নিভু হলে

সৌন্দর্যকেই উসকে দাও।


তুমি বলবে ওপার থেকে আসব কী করে?

আমি বলি, সৌন্দর্য চৌকাঠ, সৌন্দর্য অর্ঘ্যকুসুম

জ্ঞান নির্জনতায় পাতা আত্মজিজ্ঞাসার পাতাল


সৌন্দর্য শেখাবে নিয়ম, ইন্দ্রধনুর পেছনে

আলো আবহকাল -


সৌন্দর্য ডানা, সৌন্দর্য প্রণয়ের বেশ

তাকে নক্ষত্র কর, পাসপোর্ট বানাও

সিল ছাপ্পর হবার পর - গৃহপ্রবেশ

দেখ, সাগর জল ফুটে আছে জ্ঞান

বনেদি ব্রহ্মকমল।

অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১১, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.