বিপ্লব সেনগুপ্ত-এর কবিতা

হে প্রেম কেন তুমি পলাতক?


বিপ্লব সেনগুপ্ত



একটা কাগুজে সই-এ সম্পর্ক জুড়ে আছে

সারা শরীর ঘিরে; দোদুল্যমানে দোলে প্রত্যাশা---

আর জীবন দোল খায় ভোকাট্টা সুতোয়।


ভীষণ উদ্বেগে কাটে দ্বন্দ্ববাদের স্মৃতি কথকতারা

চেনা বসন্তও অচেনা লাগে এখন যাপিত যাপনে।


মায়াবী খেলায় অসুখী শখ-আহ্লাদের রোদ ভাসে দাম্পত্যের উঠোন জুড়ে...


হে প্রেম তুমি কেন পলাতক?

জিয়ানো বিশ্বাস আড়মোড়া দেয় ইচ্ছের

 বিরুপতায়; বুকের আড়ালে ডুব ডুব স্থিরতায় 

বিষণ্ণ রবীন্দ্র সুর ভাসে।


মনখারাপের মরা হৃদে চুম্বনের ক্ষত দগ্ধায়

ঘুমহীন চোখে চির বসন্ত খোঁজে মায়াময় আকাঙ্ক্ষায়।।

বিপ্লব সেনগুপ্ত-এর কবিতা বিপ্লব সেনগুপ্ত-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.