বিশ্বজিৎ রায়-এর কবিতা

যারা ফিরেছে


বিশ্বজিৎ রায়



এখন ঘুমাচ্ছে ঢেউ ---

মাথার চারপাশে সরোবরগুলি  নিশ্চিন্ত আরামে, 

তৃতীয় প্রহরে হাওয়া কেঁপে উঠলেই

শুরু হবে ডানা ছটফট,  মেঘেদের আনাগোনা ---

এক চিলতে আলো এসে বাজিয়ে দিয়ে যাবে

সব ডোরবেল ... 


ঘুম ভাঙা সকাল এসে ডাক দিলে দেখা যাবে

অনেকেই গতরাতে ফিরে আসেনি, 

যারা ফিরেছে,  দেখা যাবে 

তাদের অনেকেই   পূর্বজন্মের কথা আর

 মনে করতে পারছেনা, এমন কি

বলতে পারছেনা,  ক্লাশ নাইনে রোল নাম্বার কত ছিল ---

এদের ঘুমগুলোই একদিন ডুবে যাবে সরোবরে ...

বিশ্বজিৎ রায়-এর কবিতা বিশ্বজিৎ রায়-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ১৪, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.